আজ ১৭ মে । ১৯৮১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন। এই দিনটিকে দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হয়।
১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয়ী বাঙালির স্বাধীন জাতিরাষ্ট্র বাংলাদেশে পদার্পণ করেন ইতিহাসের মহানায়ক বাঙালির কালজয়ী পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই দিনটি ছিল ১৯৭২ সালের ১০ জানুয়ারি। সাড়ে ৭ কোটি বাঙালি জাতির মুক্তির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আনন্দ-অশ্রুশিক্ত ভালবাসায় বরণ করে নিয়েছিল। কিন্তু, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। বিদেশে অবস্থান করার কারণে বেঁচে যান বঙ্গবন্ধুর ২ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। লন্ডন থেকে জার্মানি হয়ে দিল্লীতে আশ্রয় গ্রহণ করেন শেখ হাসিনা। দেশে তখন খুনি জিয়ার শাসন চলছে। খুনি জিয়া কোনো অবস্থাতেই বঙ্গবন্ধু কন্যাদ্বয়ের দেশে ফিরে আসতে দিতে চায়নি। জনমত ও আন্তর্জাতিক চাপে শেষে ১৯৮১ সালের মে মাসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশে ফেরার অনুমতি মেলে।