WhatsApp Privacy Policy: বিতর্ক সত্ত্বেও তাড়াহুড়ো! প্রাইভেসি পলিসি নিয়ে হোয়াটসঅ্যাপ ঠিক কী করছে?

এইসময় (ভারত) প্রকাশিত: ১৬ মে ২০২১, ১৪:২১

হাজারো বিতর্ক ছিল। ছিল ইউজারদের মধ্যে একরাশ বিভ্রান্তি। কিন্তু সেই সব কিছুকেই বুড়ো আঙুল দেখিয়ে 15 মে থেকে সারা বিশ্বে লাইভ হল WhatsApp-এর আপডেটেড প্রাইভেসি পলিসি। চলতি বছরের শুরু থেকেই সংস্থার গোপনীয়তা সংক্রান্ত এই নয়া নীতি নিয়ে বিতর্কের সূত্রপাত। প্রথমে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল 8 ফেব্রুয়ারি, 2021। কড়া ভাষায় কোম্পানির তরফে বলা হয়েছিল, সেই ডেডলাইনের মধ্যে প্রাইভেসি পলিসি স্বীকার না করলে ইউজারদের অ্যাকাউন্ট ডিলিট করা হবে। আর তাতেই আগুনে একপ্রকার ঘি ঢেলে দেয় WhatsApp। বিতর্কের সেই শুরু। বিভ্রান্তিরও শুরু সেই সময়ই। ঝাঁকে ঝাঁকে ইউজারেরা WhatsApp ছেড়ে ভিড় জমাতে শুরু করেন টেলিগ্রাম, সিগন্যালের মতো বিকল্প কিছু অ্যাপে। চাপের মুখে ডেডলাইন পিছিয়ে 15 মে করে দেয় WhatsApp। কিন্তু প্রাইভেসি পলিসি আপডেট করার বিষয়ে নিজেদের সিদ্ধান্তেই অনড় থেকে যায় কোম্পানি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us