টিকায় ঘাটতির অভিযোগে জেরবার কেন্দ্রীয় সরকার। এমন পরিস্থিতিতে অতিমারি রোখার উপায় বাতলে দিলেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেট্টি। তাঁর মতে, জনসংখ্যার ৫১ কোটির টিকাকরণ সম্পূর্ণ হলেই অতিমারিকে ঠেকানো সম্ভব। তবে তার জন্যা পকেট হালকা করতে হবে কেন্দ্রীয় সরকারকে।
কোভিডের জেরে উদ্ভুত অতিমারিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র প্রকট ভাবে ধরা পড়ছে। এমন পরিস্থিতিতে আমেরিকার স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্টনি ফসি-সহ বিশ্বের তাবড় চিকিৎসকরা সার্বিক টিকাকরণেই জোর দিয়েছেন। এ নিয়ে ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের মতামত জানিয়েছেন দেবী শেট্টিও।