ঈদ এলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরেই বিভিন্ন জেলার লাখ লাখ ঘরমুখো মানুষ রাজধানী ছাড়েন। দূরপাল্লার গাড়ি চলাচলে মুখর থাকে এই মহাসড়ক। কখনো কখনো এখানে যানজটের স্থবিরতায় বিঘ্নিত হতো ঈদযাত্রা। এখন সেই মহাসড়ক দূরপাল্লার গাড়িবিহীন যেন অনেকটাই নিঃসঙ্গতায় ডুবে আছে।
করোনাভাইরাস মহামারির কারণে দূরপাল্লার গাড়ি চালাচলের উপর নিষেধাজ্ঞার কারণে ঈদুল ফিতরের আগের দিন বৃহস্পতিবার (১৩ মে) সকালের দিকে যাত্রাবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থান ঘুরে এ চিত্র দেখা গেছে।