বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষিক্ষেত্রে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হওয়ার কথা। কিন্তু না, এখনো সেখানে পৌঁছাতে পারেনি। তবে আমাদের সবারই কমবেশি কৃষির ওপর জ্ঞান রয়েছে। একই জমিতে আমরা নানা ধরনের ফসল ফলাতে চেষ্টা করি। যত দ্রুত এবং যত ধরনের ফসল ফলাতে সক্ষম হই, ততই সেই জমির চাহিদা বেশি। এ বিষয় আমরা নিশ্চিত। অতীতে দেখা গেছে, এক জমিতে বছরে একটি ফসল ফলানো হতো, প্রযুক্তি ও চাহিদা বাড়ার কারণে এখন সেই জমিতেই একাধিক ফসল ফলানো সম্ভব হচ্ছে।
শিক্ষাপদ্ধতিতেও ঠিক অতীতে বিএ, এমএ পাস করলে চাকরি হতো, কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না। সে ক্ষেত্রে আমরা সব সময় লক্ষ করেছি কারিগরি শিক্ষা, ডাক্তার, ইঞ্জিনিয়ার পাস করলেই চাকরি নিশ্চিত। অথচ সিম্পলি বিএ, এমএ পাস করলে চাকরি নেই। কারণ কী? কারণ, কোনো নির্দিষ্ট লক্ষ্য ছাড়া কিছু পড়া মানে সেই বিষয়ের ওপর সাধারণ জ্ঞান সৃষ্টি হয়।