শাস্তির মুখে বার্সা-রিয়াল-য়্যুভেন্তাস

সময় টিভি প্রকাশিত: ০৮ মে ২০২১, ০৭:৩৭

বিতর্কিত সুপার লিগ নিয়ে তোলপাড় শুরু হয়েছিল বিশ্ব ফুটবল অঙ্গনে। ইউরোপের ১২টি শীর্ষ ক্লাবের সমন্বয়ে একটি নতুন লিগ চালুর ঘোষণার পর শুরু হয় এই বিতর্ক। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইউরোপিয়ান সুপার লিগ চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় তারা। তবে এই ঘোষণায় ক্লাবগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনার কথা জানায় উয়েফা কর্তৃপক্ষ। এরপর বিদ্রোহী লিগ থেকে সরে আসে ক্লাবগুলো।


 


তবে ১২টি ক্লাবের মধ্যে ৯টি ক্লাব সরে আসে নিজেদের সিদ্ধান্ত থেকে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর য়্যুভেন্তাস-এই তিনটি ক্লাব এখনো সরে যাওয়ার ঘোষণা দেয়নি। ফলে তারা একরকম বিপদেই পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। উয়েফার সঙ্গে সমঝোতা চুক্তি না করায় শাস্তির হুমকি দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা-উয়েফা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us