দুই ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর কাজী সুহিন নাহার ধানমন্ডির চারতলা বাড়ির একটা ফ্ল্যাটে একাই থাকতেন। একদিন রাতে ওই ভবনেরই এক বাসিন্দা ফোন করেন সুহিন নাহারের ভাই কাজী শহীদুল আলমকে। সুহিন নাহারের বাসায় তালা।
পাম্প থাকে যে ঘরে তাতেও তালা। পুরো ভবনে পানি নেই। তিনি যদি আত্মীয়স্বজনের বাসায় গিয়ে থাকেন, দ্রুত যেন ফিরে আসেন—মোটামুটি এই ছিল ভাড়াটের বক্তব্য।
ধানমন্ডি ৬/এ সড়কের ৬৯/সি/এ নম্বর ভবনে কাজী সুহিন নাহারের বাসায় সঙ্গে সঙ্গেই ফোন করেন কাজী শহীদুল আলম। সেদিন তারিখ ২৩ আগস্ট ২০০৫। রাত ৯টা থেকে বোনের নম্বরে বারবার ফোন করেও তাঁকে পেলেন না কাজী শহীদুল আলম।