[সতর্কতা: এই ভিডিওটির কিছু দৃশ্য দর্শকদের মানসিক চাপের কারণ হতে পারে।] কলম্বিয়ায় ২০২০ সালে অন্তত ২২৩ জন সমাজকর্মীকে হত্যা করেছে দেশটির সশস্ত্র বিভিন্ন গোষ্ঠী। কলম্বিয়ার যুদ্ধ এ কথায় ফুটে উঠে ফ্যানি এসকোবারে জীবনের গল্পে - ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে নাম পরিবর্তন করতে হয়েছিল তার, তার দুই সন্তানকেও হত্যা করা হয়েছিল। কিন্তু যারা তার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল, তাদের তিনি ক্ষমা করে দিয়েছেন আর তাদের টার্গেটে পরিণত হওয়া নারীদের সাহায্যের জন্যেও এগিয়ে আসছেন।