সামাজিক নিরাপত্তায় বরাদ্দ ৪২৬৪ কোটি টাকা

ইত্তেফাক প্রকাশিত: ০৬ মে ২০২১, ০৯:০১

আসছে ২০২১-২২ অর্থবছরের বাজেটে রেমিট্যান্সে প্রণোদনার হার বাড়ছে। বর্তমানে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হলেও নতুন বছরে তা ৩ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাড়ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আকারও। ৮১ লাখ ৭৫ হাজার দরিদ্র অসহায় মানুষ এ সুবিধার আওতায় আসছে। আর বরাদ্দ থাকছে ৪ হাজার ২৬৪ কোটি টাকা।


 


 


 


অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, করোনাকালে নতুন বছরের বাজেট প্রণয়ন যেমন চ্যালেঞ্জের, তেমনি কিছু খাতে অগ্রাধিকার দিতে হচ্ছে। সাম্প্রতিক বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির অন্যতম কারণ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। করোনাকালীন রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রেমিট্যান্সের এই প্রবাহ অব্যাহত রাখতে আগামী অর্থবছরের বাজেটেও রেমিট্যান্সে প্রণোদনার হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সরকারঘোষিত ২ শতাংশ হারে প্রণোদনা পেলেও কোনো কোনো ব্যাংক গ্রাহকদের ৩ শতাংশও প্রণোদনা দিচ্ছে। এতে রেমিট্যান্সযোদ্ধাদের আগ্রহ বেড়েছে। তাই প্রণোদনার হার ৩ শতাংশ প্রদানের ঘোষণা থাকছে নতুন বছরের বাজেটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us