ইসরাইল ও হামাসের মধ্যে সাম্প্রতিক অস্ত্রবিরতির মধ্যস্থতা করার পর আবারও আলোচনায় উঠে এসেছে মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার। এ ঘটনার পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কাতার সূক্ষ্মভাবে আন্তর্জাতিক ভারসাম্য রক্ষায় নিজের ভূমিকা তুলে ধরেছে।
দেশটি একদিকে যেমন পশ্চিমাদের কাছে ‘জঙ্গিগোষ্ঠী’ হিসেবে পরিচিত সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রেখে আসছে, তেমনি আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষাবিষয়ক সম্পর্কও বাড়িয়ে যাচ্ছে।