সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু হওয়া একসময় অনেকটা স্বাভাবিক ঘটনা ছিল। মাতৃমৃত্যু এখন আর কোনো স্বাভাবিক ঘটনা নয়। মাতৃমৃত্যুর ঘটনার খবর শুনলেই প্রশ্ন ওঠে, কেন মৃত্যু হলো? গত ৫০ বছরে দেশে মাতৃমৃত্যুর হার অনেক কমেছে। তবে কমানোর সুযোগ আরও আছে। চেষ্টাও চলছে।
পেশাজীবী সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ফেরদৌসী বেগম প্রথম আলোকে বলেন, ‘সময় বদলে গেছে। সন্তান জন্ম দিতে গিয়ে কোনো মায়ের মৃত্যু হবে, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু ৪০-৫০ বছর আগে এটা নিয়ে এত আলোচনা হতো না। তখন মাতৃমৃত্যুর ঘটনা বিস্ময়ের বিষয় ছিল না।’