এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যে নির্বাচন শেষ হয়েছে। কিন্তু জায়গায় জায়গায় ভোট পরবর্তী হিংসার খবর সামনে আসছে। রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ সোমবারই সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন, বেনজির ভোট পরবর্তী হিংসা হচ্ছে বাংলায়। এবার নির্বাচনোত্তর হিংসার ঘটনায় রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
সোমবার MHA-র তরফে একটি টুইট করে জানানো হয়, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সময়ে বিরোধীদের উপর যে হিংসার ঘটনা ঘটছে তা নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে অমিত শাহের হাতে থাকা এই মন্ত্রক।