কোভিড-যুদ্ধে নজির, ট্রেন্ড ভেঙে কেরালা তাই বামেই

এইসময় (ভারত) প্রকাশিত: ০৩ মে ২০২১, ০৮:২৪

বাংলায় নিশ্চিহ্ন সিপিএম। ৩৪ বছর ক্ষমতায় থাকা বামফ্রন্টই কার্যত ধুয়েমুছে সাফ বঙ্গে। দক্ষিণে কিন্তু উলটপুরাণ! প্রায় ৪ দশকের প্রথা ভেঙে কেরালায় ক্ষমতা ধরে রাখার পথে বামেরাই। কেরালায় গত চল্লিশ বছরে কোনও দল বা জোটই পর-পর দু'বার ক্ষমতায় আসেনি। এ বার পালাবদলের সেই ট্র্যাডিশনই ভাঙতে চলেছে রাজ্যের ক্ষমতাসীন বামজোট।


জয় প্রায় নিশ্চিত। সম্পূর্ণ ফলঘোষণাই যা বাকি! ১৪০টি আসনের ভোটে এমনটাই যে হতে চলেছে, তার ইঙ্গিত অবশ্য ছিল বেশিরভাগ বুথফেরত সমীক্ষাতেই। ম্যাজিক ফিগার ৭১। রবিবার রাত পর্যন্ত পাওয়া খবর বলছে, ৯৯টি আসনে হয় জিতেছে, না-হয় এগিয়ে লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট। বিশেষজ্ঞরা বলছেন, অন্তত ৮৫টি আসন পাবেই এলডিএফ। এ দিকে শেষ পাওয়া খবর অনুয়ায়ী, বিজেপি খাতাই খুলতে পারেনি দেশের একমাত্র 'বাম-রাজ্যে'। এক দশক আগে কেরালার পাশাপাশি ত্রিপুরা, পশ্চিমবঙ্গেও বামেদের আধিপত্য ছিল। ২০১১ থেকে ছবিটা বদলাতে শুরু করে। ২০২১-এর ছবি বলছে, বামেদের হয়ে ব্যাটন রইল শুধু 'ভগবানের আপন দেশ'-এর হাতেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us