রাজধানী ঢাকার আশুলিয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ৮ সদস্যকে আটক করেছে র্যাব-৪। রোববার (২ মে) র্যাব-৪ এর সহকারী পরিচালক জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জিয়াউর রহমান চৌধুরী বলেন, শনিবার (১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আশুলিয়া থানাধীন বাইপাইল ব্রিজে কয়েকজন ছিনতাইকারী ছিনতাই করার জন্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১টি কাচি, ১টি প্লাস, ২টি সুইস গিয়ার চাকু, ২টি স্ক্রু ড্রাইভার এবং ছিনতাইকৃত ৪টি মানিব্যাগ, ৭ টি মোবাইলসহ ৮ জন ছিনতাইকারীকে আটক করা হয়।