২০২০ সালে লকডাউনের শুরু থেকেই বলিউড তারকা সোনু সুদ ত্রাতা আর যোদ্ধার ভূমিকায় দাঁড়িয়েছেন করোনায় আক্রান্ত ব্যক্তিদের পাশে। খুলেছেন নিজের তহবিল ‘সোনু ফাউন্ডেশন’। এর অধীন একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করে চালাচ্ছেন ‘হিল ওয়েল’ নামের একটি প্রজেক্ট। এর মাধ্যমে করোনা পজিটিভ রোগীরা ডাক্তারের ফ্রি পরামর্শ পাবেন।
এ ছাড়া সোনু বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের ব্যবস্থা করছেন। এরই মধ্যে পুরো একটি গ্রামের খাবারের দায়িত্ব নিলেন তিনি। মধ্যপ্রদেশের মালওয়ার প্রত্যন্ত গ্রাম নীমুচের সব মানুষকে তিন বেলা খাওয়াবেন তিনি। রিয়েলিটি শো ‘ড্যান্স দিওয়ান’–এর বিচারক সোনু সুদ। এখনকারই এক প্রতিযোগী উদয় সিং। নাচ শেষে উদয় সিং জানান যে তিনি খুব ছোট একটা গ্রাম থেকে এসেছেন। তাঁর গ্রামের সবাই দিনমজুর, নানা কাজ করে দিন আনে দিন খান। কিন্তু লকডাউনে সব কাজ বন্ধ থাকায় তাঁদের গ্রামের সবারই খাওয়ার কষ্ট। এ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন উদয়।