আলোচনায় হেফাজত। হেফাজতি কৌশল এখন গোপন ঘরে। নানান কায়দা কৌশলী নাটক। নাটকের নতুন খোরাক রাজনীতি না অরাজনীতি। তারিখ ২৬। প্রথম খবরঃ দুপুরে। কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকেরা প্রচলিত সব ধরনের রাজনীতি থেকে মুক্ত থাকবেন হেফাজতের সর্বোচ্চ ফোরাম আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ। দ্বিতীয় খবরঃ রাত ১১.১৫ মিনিটে। ভিডিও বার্তায় বাবুনগরীর হেফাজত কমিটি বিলুপ্তি ঘোষণা। রাতে হঠাৎই হেফাজত বিলুপ্তির ঘোষণা বাবুনগরী সাহেবের কেন? বলে কী না প্রিয় দেশবাসী!!! মনে হয় বাবুরা ভাল নেই। দুর্গ ভেঙে ছারখার। গোমর ফাঁসের ফাঁদে। বাবু পাড়ায় শোকের ছায়া।
এদিকে হেফাজত বিলুপ্তির ঘোষণার সাথে সাথে উৎসুক জনতা ছন্দে আনন্দে বিমোহিত হয়ে ফেসবুক ওয়াল নানান রকম ঝলকে পলকে ব্যস্ত রাখেন। হয়তো এসব দেখে কৌশলী হেফাজত হেসেছে বারবার। বলেছে এজন্যই তো আমরা ফতোয়া দিয়ে ঝাড়ফুঁক দেই। ফতোয়া দিয়ে চুক্তিভিত্তিক বিয়ে করি। পরে মানবিক বিয়ে বলে চালিয়ে দেই। তোমরা তাই হজম কর। তোমরা বিশ্বাস কর আমাদের দোয়ায় বেহেশত পাওয়া যায়। ঠিক তিন ঘন্টার মাথায় তৃতীয় খবর। মামা মুহিবুল্লাহ বাবুনগরীর আগমন। হেফাজতের নতুন চমক। মামা ভাগ্নের আহবায়ক কমিটি। বাবু বাবু নগরী নগরী খেলা। খেলা হবে।