হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম বিবৃতি মাধ্যমে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। আপাতদৃষ্টিতে এই উদ্যোগ ইতিবাচক মনে হতে পারে। কারণ দেশের ভিতরে যে কোনো সমস্যা সৃষ্টি হলে সরকার সমাধানে আলোচনার পথ বেছে নিতে পারে।ইতিপূর্বে জাতীয় সমস্যা সমাধানে শেখ হাসিনার সরকার এমন উদ্যোগ নিয়ে সফলও হয়েছেন। কিন্তু হেফাজত যে আলোচনার আহ্বান জানিয়েছে এই আহ্বান এবং কার্যকারণ আগেরগুলোর চেয়ে ভিৃন্নতর। কারণ সমস্যাসৃষ্টিকারী নিজে যদি সমাধান করতে চায়, তা তার কাজের মধ্যে প্রতিফলন ঘটাতে হবে। তারা আলোচনার জন্য সরকারের কাছে যেতে পারে। কিন্তু বাস্তবতা ভিন্নতর।প্রশ্নটি বিশ্বাসযোগ্যতার। এই হেফাজতে ইসলাম আলোচনা ও প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করে তা বাংলাদেশের মানুষ আগেও দেখেছে। আগে সমঝোতা কিংবা চুক্তিবলে সরকার সংঘাতের পথ পরিহার করে শান্তি শৃংখলাকে অগ্রাধিকার প্রদান করেছে।