বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল, এত রিজার্ভ রেখে লাভটা কী? কিছু অংশ কি বৃহৎ প্রকল্পে ব্যবহার করা যায় না? এর মধ্যেই বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, ছয় মাসের আমদানির অর্থ রেখে বাকি টাকা বিনিয়োগ করা যায়। সরকারের গ্যারান্টিতে রিজার্ভ থেকে ঋণ দেওয়ার জন্যই এই তহবিল। এ অর্থ শুধু বাংলাদেশে উন্নয়ণ প্রকল্পে ব্যয় করা হবে। বিনিয়োগকারীরাও এ তহবিল থেকে ঋণ নিতে পারবেন। বছরে সর্বোচ্চ ২০০ কোটি ডলার ঋণ দেওয়া হবে, সুদের হার হবে সর্বোচ্চ ৪ শতাংশ। প্রাথমিকভাবে বিদ্যুৎ ও বন্দর খাতের সরকারি প্রকল্পগুলো টাকা নিতে পারবে।