দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আসিয়ানের সম্মেলনে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লিয়াংকে আমন্ত্রণ জানানো হয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো প্রকাশ্য বিদেশ সফরে যাচ্ছেন তিনি।
ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ানের সম্মেলনে যোগ দেবেন তিনি। শনিবার (২৪ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।