WB polls: কলকাতার ভোটের আগে মোদী বিক্রি করলেন ভবিষ্যতের শহর তৈরির স্বপ্ন

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ১৯:২৮

রাজ্যে ভোটের শেষ দু’দফায় কলকাতার ১১টি আসনে ভোট। তার আগে ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, কলকাতা হবে ভবিষ্যতের শহর। ‘সিটি অব ফিউচার’। তাঁর কথায়, ‘‘কলকাতাকে একদিন আনন্দের শহর (সিটি অব জয়) বলা হত। এর পর কলকাতা হবে ভবিষ্যতের শহর।’’


এই কথা মোদী তাঁর নির্বাচনী বক্তৃতায় আগেও বলেছেন। কিন্তু বিশেষত, কলকাতার ১১টি আসনে ভোটের আগে তাঁর এই কথা বলা আরও ‘তাৎপর্য’ পেয়ে গিয়েছে। প্রসঙ্গত, বিজেপি মনে করে, যে মেরুকরণের রাজনীতিকে তারা এ বারের ভোটে অদ্যাবধি ব্যবহার করে এসেছে, শহরাঞ্চলে তার অভিঘাত তত প্রবল না-ও হতে পারে। শহরের মানুষ চান উন্নত পরিষেবা, ভাল রাস্তাঘাট, পরিচ্ছিন্ন পানীয় জল, যোগাযোগ ব্যবস্থা বা বিদ্যুৎ পরিষেবার মতো বিষয়গুলি আরও উন্নত হোক। ‘ধর্মের রাজনীতি’ তাঁদের আকর্ষণ করতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us