দ্বিতীয় দফায় বেড়েছে লকডাউনের মেয়াদ। সরকারি কাগজপত্রে এটি কঠোর বিধিনিষেধ আর মানুষের মুখে-মুখে তা লকডাউন। ছোটবেলায় এসএসসিতে বাংলা পরীক্ষায় নিয়মিত প্রশ্ন আসতো ‘নামকরণের সার্থকতা’ লেখার। সেই কমন প্রশ্নটির উত্তর লিখতে গিয়ে শিখেছিলাম, ‘যদিও শেক্সপিয়ার বলেছেন নামকরণে কি আসে যায়... ...’। কাজেই লকডাউন না কঠোর বিধিনিষেধ তাতে আসে যায় সামান্যই।