বিতর্কিত ইউরোপীয় সুপার লিগের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন বার্সেলোনার বিদায়ী সভাপতি হোসে মারিয়া বার্তোমিউ। ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর যোগসাজশে গেল কয়েক বছর ধরেই এ প্রজেক্ট বাস্তবায়নে সচেষ্ট ছিলেন তিনি।
এমনই এক তথ্য প্রকাশ পেয়েছে বিশ্ব গণমাধ্যমে। তবে, য়্যুভেন্তাস সভাপতি আন্দ্রেয়া অ্যাগনেলির সঙ্গে জোট বেঁধে বার্তোমিউ যে অননুমোদিত সুপার লিগ আয়োজনে তৎপর হয়ে উঠেছিলেন, তা সেসময় বানচাল করে দিয়েছিল উয়েফা।