মুকুল রায় আমার বাবার বয়সী, হেরে গিয়েছেন: কৌশানি

এইসময় (ভারত) প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ১৩:২০

 ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচনে (West Bengal Elections 2021) এবার অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র কৃষ্ণনগর উত্তর। একদিকে পোড় খাওয়া রাজনীতিক মুকুল রায় (Mukul Roy), আর এক দিকে এবার ভোটের ময়দানে প্রার্থী হিসেবে ডেবিউ টলিপাড়ার কৌশানি মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee)। BJP-র মুকুল বনাম তৃণমূলের কৌশানি দ্বৈরথ ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। ভোটের দিন BJP সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে বিঁধে আত্মবিশ্বাসের সুরে কৌশানী বললেন, 'জনসংযোগে আগেই হেরে গিয়েছেন তিনি।' পাশাপাশি তৃণমূলের তারকা প্রার্থী বললেন, 'মুকুল রায় আমার বাবার বয়সী। ওঁকে সম্মান করি।'

বৃহস্পতিবার ভোটের দিন মন্দিরে পুজো দিয়ে বুথ পরিদর্শনে বেরোন কৌশানী। সংবাদমাধ্যমে কৌশানী বলেন, 'দেড়মাস ধরে একা ঘুরছি। ময়দানে প্রতিপক্ষকে তো দেখাই যায়নি। জনসংযোগে উনি আগেই হেরে গিয়েছেন।' এরপরই মুকুল প্রসঙ্গে কৌশানি বলেন, 'তিনি আমার বাবার বয়সী। ব্যক্তিগতভাবে ওঁর প্রতি কোনও ক্ষোভ নেই। ওঁকে সম্মান করি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us