"প্রেমে পড়া বারণ, কারণে অকারণ।" বিবাহ নামক বন্ধনে তুমি জড়িয়ে পড়েছো যে। তাই একজন মানুষকে নিয়েই সারাজীবন কাটাতে হবে। সমাজ দিব্যি দিয়ে রেখেছে। সমাজের দিব্যি তো আর খণ্ডানো যায় না। তাই বছরের পর বছর ইচ্ছে বা অনিচ্ছেতে একজন মানুষের সঙ্গেই সারাটা জীবন কাটাতে বাধ্য সকলে। তা সে মানুষটা পছন্দের হোক বা না হোক। আর এই নিয়ম না মানলেই তুমি পাপী। আগেকার দিনে ধোপা নাপিত বন্ধ হত, গোঁসা ঘরে খিল পড়ত কিংবা প্রাণ পাখিটা কেউ উড়িয়ে দেওয়া হত।
এখনও তাই হয়। তবে বিশেষ কায়দায়। কিন্তু তা বলে মানুষের আদিম এই স্পৃহাকে দমন করে রাখা যায়নি। পরকীয়া আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে। অন্তত মনোবিদরা এমনই দাবি করে থাকেন।