বিধানসভা দখলের পর এক এক করে তৃণমূলের গুন্ডাদের জেলে ঢোকানো হবে। মঙ্গলবার মুর্শিদাবাদে কান্দির নির্বাচনী জনসভা থেকে এই হুমকি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর দাবি, ২ মে বিধানসভা ভোটে ফলাফল ঘোষণার দিন বিজেপি-র জয় নিশ্চিত। সে দিন থেকেই তৃণমূল-আশ্রিত গুন্ডাদের শাস্তির মুখে পড়তে হবে।
মঙ্গলবার বিকেলে কান্দির হ্যালিফক্স মাঠে ওই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম রায়ের সমর্থনে সভা করেন স্মৃতি। তার আগে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র সঙ্গে জনসভায় ভাষণ দেন তিনি। কুলটি বিধানসভা আসনে দলের প্রার্থী অজয় পোদ্দারের সমর্থনে সভাতেও একই রকম সুর চড়াতে দেখা গিয়েছে স্মৃতিকে। ২টি জনসভাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। স্মৃতির দাবি, “তৃণমূলের এক নেতা বিজেপি কর্মীদের মারধরের হুমকি দিয়েছেন। তৃণমূল গুন্ডারা পঞ্চায়েত লুঠ করেছে। ২ মে-র পর তৃণমূলের এক-একটা গুন্ডাকে জেলে ঢোকানো হবে।”