বিশ্বজুড়ে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। করোনাকালে এর মাত্রা আরো বেড়েছে। কিন্তু এবার পুরুষ নির্যাতনের কথাও বেরিয়ে আসছে। জার্মানিতে পুরুষের বিরুদ্ধে সহিংসতা সংক্রান্ত একটি হেল্পলাইন খোলা হলে সেখানে ফোনের বন্যা বয়ে যায়।
জার্মানি সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে'র বরাতে জাআন যায়, জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া ও বাভারিয়া রাজ্যে এই হেল্পলাইন খোলা হয়েছিল। গত এক বছরে সেখানে ১ হাজার ৮০০টিরও বেশি ফোনকল গেছে। এই অবস্থা দেখে কর্তৃপক্ষ হেল্পলাইন খোলা থাকার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জার্মান কর্মকর্তাদের দাবি, এই হেল্পলাইন সামাজিক সহযোগিতা ব্যবস্থায় যে ঘাটতি ছিল, তা পূরণ করছে। দেশটির বাডেন-ভুর্টেমব্যার্গ রাজ্যও পুরুষ নির্যাতন হেল্পলাইন চালু করতে চলেছে।