তাবুক যুদ্ধে মুনাফিকদের ষড়যন্ত্রের বর্ণনা পড়া হবে আজ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ১৭:২৩

আজ রমজানের সপ্তম তারাবিহ অনুষ্ঠিত হবে। আজকের তেলাওয়াতকৃত সুরা দুইটিতে হিজরত, বদর যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয় ও গনিমতের মালামাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোসহ তাবুকের যুদ্ধে মুনাফিকদের ষড়যন্ত্র ও দোষগুলোর বর্ণনা তেলাওয়াত করা হবে।


এ বিষয়গুলোর অধ্যয়নই তারাবিহ নামাজকে করে তুলবে প্রাণবন্ত। সুরা আনফালের ৪১নং আয়াত থেকে (৭৫) শেষ পর্যন্ত এবং সুরা তাওবার শুরু থেকে ৯৩ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে। তাবুকের যুদ্ধে মুনাফিকদের দোষ সুরা তাওবায় মক্কা বিজয়, জিযিয়া ও খেরাজ প্রসঙ্গ, ইসলামি আকিদার মৌলিক বিষয় তাওহিদ, রিসালাত ও আখিরাতের আলোচনা রয়েছে। আজকের তিলাওয়াত অংশে জিহাদের প্রস্তুতি, জিহাদের সরঞ্জাম সংগ্রহ, আরবের সব গোত্রের সঙ্গে করা হুদায়বিয়ার সন্ধিসহ সব চুক্তি বাতিলকরণের বিষয়ও আলোচিত হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us