কারারুদ্ধ ক্রেমলিন সমালোচক আলেক্সাই নাভালনি ‘সম্পূর্ণ অন্যায়’ পরিস্থিতিতে রয়েছেন বলে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নাভালনির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শনিবার বাইডেন বলেন, ‘এটি সম্পূর্ণ, সম্পূণর্ই অন্যায়’।
ক্রেমলিন সমালোচকের ব্যক্তিগত চিকিৎসক আনাস্তাসিয়া ভাসিলিভাসহ চারজন চিকিৎসক কারাগারের কর্মকর্তাদের কাছে তাকে জরুরি-ভাবে দেখার অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, নাভালনির শরীরে পটাশিয়ামের লেভেল সংকটময় অবস্থায় পৌঁছে গেছে। এক টুইট বার্তায় চিঠিটি শেয়ার করা হয়েছে।