Bengal Polls: মোদীর এক ডজন ভোট-সফর, শনিবার জোড়া সমাবেশে ১৮ সভা পূর্ণ হবে বাংলায়

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ০৯:২৭

পঞ্চম দফার ভোটগ্রহণের দিন রাজ্যে ফের জোড়া সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার প্রথম সভাটি রয়েছে আসানসোলে এবং পরেরটি গঙ্গারামপুরে। রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণের দিন বাংলাদেশ সফরে ছিলেন মোদী। এর পরে দ্বিতীয় থেকে পঞ্চম, প্রতি দফার ভোটগ্রহণের দিনেই ২টি করে সভা করেছেন। তবে নীলবাড়ি দখলের লক্ষ্যে মোদীর বাংলা সফর শুরু হয় ফেব্রুয়ারিতেই। আর সেই থেকে হিসাব বলছে শনিবার তাঁর দ্বাদশ ভোট-সফর। শনিবার পর্যন্ত এই এক ডজন সফরে মোট সমাবেশ ১৮টি।


এখনও পর্যন্ত রাজ্য বিজেপি-র হাতে যে সফরসূচি রয়েছে, সেই অনুযায়ী ২০২১-এর বিধানসভা নির্বাচনে মোট ২২টি জনসভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর পরে আরও দু’টি সফর রয়েছে তাঁর। প্রথম সফরে আগামী ২১ এপ্রিল মালদহ ও মুর্শিদাবাদে জনসভা তাঁর। ভোট বাংলায় শেষ সফর ২৪ এপ্রিল তাঁর জনসভা করার কথা কলকাতা ও বোলপুরে। সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট যে, নীলবাড়ির দখল পেতে রাজ্য বিজেপি-র থেকেও বেশি মরিয়া মোদী। সেই সঙ্গে অমিত শাহ, জেপি নড্ডা, যোগী আদিত্যনাথরা মিলেও শ’খানেক সভা বা রোড-শো করে ফেলেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us