করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারঘোষিত লকডাউনের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্যানে করে শাক-সবজি, মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রি বেড়েছে। দিনের একটা সময় অলিগলিতে হাঁক-ডাক দিয়ে বেচা-কেনা করছেন এক শ্রেণির খুচরা ব্যবসায়ী। এদিকে, দুপুরের পর যথারীতি নির্ধারিত স্থানেই বসছে অস্থায়ী ভ্যান বাজার।
শুক্রবার (১৬ এপ্রিল) মিরপুরের ১২ নম্বর বিভিন্ন অলিগলিতে দেখা গেছে জমজমাট ভ্যান বাজারের দৃশ্য। বিক্রেতারা বলছেন,দৈনিক অথবা মাসিক চুক্তিতে ভ্যান ভাড়া নিয়ে তারা পণ্য বিক্রি করছেন। অল্প করে পণ্য এনে বিক্রি করায় থাকছে না নষ্ট হওয়ার ঝুঁকি। ফলে ক্রেতারাও তাজা শাক-সবজি, মাছসহ অন্যান্য পণ্য হাতের নাগালেই পাচ্ছেন।