নতুন শিক্ষাবর্ষ শুরুর তিন মাস পেরিয়ে গেলেও বিদ্যালয়ে নতুন ভর্তি এবং ঝরে পড়ার বিষয়ে সরকারের কাছে পূর্ণাঙ্গ তথ্য নেই। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুশ্রম, বাল্যবিবাহ, দারিদ্র্য, স্থানান্তর, কাজে নিয়োজিত হওয়াসহ বিভিন্নভাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ঝরে পড়ার সংখ্যা অনেক বাড়ার পূর্বাভাস দিয়েছেন শিক্ষাবিদরা।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক জানান, স্কুলগুলোর তথ্য পাঠানোর জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এখনেও সে তথ্য পাওয়া যায়নি।