শুভেন্দু অধিকারী কখনও তাঁর বিশ্বস্ত ছিলেন না, এমনটাই এ বার দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেন্দু অধিকারী, যিনি তৃণমূলের টিকিটে ২০০৯ ও ২০১৪ সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন, ২০১৬ সালে বিধায়ক ও মমতার মন্ত্রিসভায় সদস্য হয়েছিলেন এবং এক সময়ে তৃণমূলের যুব সভাপতিও হয়েছিলেন।
গত বছর ডিসেম্বরে তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী যোগ দেন বিজেপি-তে।
রাজনীতির পাকেচক্রে এ বারের বিধানসভা ভোটে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।