এডিটার'স মেইলবক্স: লক ডাউন, খালেদা জিয়ার কোভিড টেস্ট আর পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ০৮:২৬

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারত এবং বাংলাদেশে বেশ জোরে শোরেই চলছে বলে মনে হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে একবার লকডাউন দেবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন নতুন এক লকডাউন চলছে, যেটা নিয়েও নানা বিতর্ক সৃষ্টি হয়েছে।
সে বিষয় দিয়েই আজ শুরু করছি, প্রথমে লিখেছেন ঢাকার মিরপুর থেকে মোহাম্মদ রুবেল মিয়ান:


''পঞ্চাশ বছর বয়সী বাংলাদেশ রাষ্ট্রের যতটা 'ম্যাচিউর' হবার দরকার ছিল তা কি হয়েছে? দীর্ঘ ৫০ বছরে এই রাষ্ট্র নৈতিকতা ও সহনশীলতা শিখতে পারে নাই। অতি-সাম্প্রতিক করোনাকালের প্রথম সাত দিনের লকডাউন কার্যত ভেঙে গিয়েছিল। পরের যে লক ডাউন চলছে তাতে নিম্ন আয়ের মানুষ কীভাবে সাংসারিক ব্যয় নির্বাহ করবে, তা রাষ্ট্রের পরিচালনার সাথে সংশ্লিষ্ট কর্তা বাবুরা ভাবেন না। এই লক ডাউনে যে ত্রাণ আসবে তাও কি সরকার সংশ্লিষ্ট দলের লোকজন উদারহৃদয়ে চুরি করবেন? এবার কি সেই রাষ্ট্রের সাধারণ লোকজন দুমুঠো ত্রাণের চালের ভাত পাবে?''

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us