বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে বাংলা নববর্ষ উদ্যাপনের সঙ্গে বাংলা বছরের শেষ মাস তথা চৈত্র এবং শুরুর মাস তথা বৈশাখ একসূত্রে গাথা। প্রাচীন কাল থেকে গ্রামের সাধারণ মানুষ চৈত্রসংক্রান্তির বিচিত্র ধরনের কৃত্যমূলক সংস্কৃতি পালন ও উদ্যাপনের ভেতর দিয়ে বাংলা নববর্ষের উৎসব করে আসছিলেন।