নির্বাচনটি পশ্চিমবঙ্গের। সংগত কারণেই রাজ্যটির অধিবাসীদের চাওয়া-পাওয়া, না পাওয়া ইত্যাদিই ভিডিওটির বিষয় হওয়ার কথা। পরিসংখ্যান থাকার কথা। সেসব পরিসংখ্যানে তৃণমূলের আগের নির্বাচনের ওয়াদা এবং ওয়াদা ভঙ্গের বিষয়ও থাকার কথা। ভবিষ্যতে বিজেপি ক্ষমতায় এলে কী কী অগ্রগতি হবে, কোন কোন পিছিয়ে পড়া বিষয়কে সামনে এগিয়ে আনা হবে, সেসব প্রতিশ্রুতি থাকার কথা। কিন্তু সেসব প্রয়োজন ছাপিয়ে ভাইরাল ভিডিওটি অনাবশ্যক বাংলাদেশ-বিদ্বেষ এবং ধর্মীয় উসকানিতে ভরপুর হয়ে বসেছে কি না, সে প্রশ্ন তোলা প্রয়োজন।