বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার একটি ইউনিয়নে স্থগিত হওয়া নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১০-১২টি বাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। আজ রোববার ভোর ৪টার দিকে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের কালীগঞ্জ ও সুলতানি গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনায় নিহত সাইফুল সরদার (৩০) পার্শ্ববর্তী আশা গ্রামের আ. জব্বার সরদারের ছেলে ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রুমা বেগমের সমর্থক বলে পুলিশ নিশ্চিত করেছে। এই ইউনিয়নে স্থগিত হওয়া নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মিলন চৌধুরী। এখানে বিদ্রোহী প্রার্থী হন রুমা বেগম।