দ্বীপজেলা ভোলায় বাল্যবিয়ের হার ৬০ শতাংশের বেশি এমন তথ্য উঠে এসেছে স্থানীয় এক বেসরকারি উন্নয়ন সংস্থার গবেষণায়।
শনিবার সকালে ‘শিশুর বিয়ে প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে গবেষণাপত্রটি উপস্থাপন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক ইকবাল উদ্দিন।
তিনি জানান, বাংলাদেশের বাল্যবিয়ের সর্বশেষ হার যেখানে ৫১ দশমিক ৪ শতাংশ সেখানে ভোলায় তা ৬০ দশমিক ৪ শতাংশ।
মোট বিয়ের মধ্যে ১৮ বছরের নিচে কতজন নারীর বিয়ে হয়েছে তার ভিত্তিতে এই শতাংশ কষা হয়ে থাকে।