মেঘনা নদীতে অভিযান চালিয়ে জাটকা ও বিভিন্ন মাছের পোনা নিধনে ব্যবহৃত ১ লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ করেছে হিজলা নৌ-পুলিশ। জব্দকৃত জালের বাজার মূল্য ৫ লাখ টাকা বলে জানিয়েছে নৌ-পুলিশ।
শনিবার (১০ এপ্রিল) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহেল রানা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেঘনা নদীতে কয়েকজন অসাধু জেলে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করছেন।