এ যুদ্ধ বাংলাদেশের মুক্তিপাগল মানুষের যুদ্ধ

সমকাল তাজউদ্দীন আহমদ প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১১:৫৩

১৯৭১ সালের ১০ এপ্রিল রাতে 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এক বেতার ভাষণ দেন। ভাষণটি পরদিন ১১ এপ্রিল আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে একাধিকবার প্রচারিত হয়।


স্বাধীন বাংলাদেশের বীর ভাইবোনেরা, বাংলাদেশের সাড়ে সাত কোটি মুক্তিপাগল গণমানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সরকারের পক্ষ থেকে আমি আপনাদের আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের, যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে তাদের মূল্যবান জীবন আহূতি দিয়েছেন। যতদিন বাংলার আকাশে চন্দ্র-সূর্য-গ্রহ-তারা রইবে, যতদিন বাংলার মাটিতে মানুষ থাকবে, ততদিন মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সংগ্রামের বীর শহীদদের অমর স্মৃতি বাঙালির মানসপটে চির অম্লান থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us