করোনাকালেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই রাজধানীর বস্তিগুলোতে। আবার বস্তিবাসীদের সুরক্ষায় সরকারের তেমন কোন উদ্যোগও চোখে পড়েনি। বস্তিতে কেউ করোনায় আক্রান্ত হয়নি বা মারাও যায়নি বলে দাবি বাসিন্দাদের। বিশেষজ্ঞরা বলছেন, যারা শারীরিক পরিশ্রম করেন, তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। তবে আশঙ্কা, এসব মানুষ সংক্রমিত হতে শুরু করলে বিরাট হুমকির মুখে পড়বে স্বাস্থ্য ব্যবস্থা। তাই দ্রুত বিশেষ উদ্যোগ নেয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। আরও ভিডিওতে।