কানাডা ইমিগ্রেশন একটি জনপ্রিয় অভিবাসন পদ্ধতি। কানাডা ইমিগ্রেশন কর্তৃপক্ষ ২০২১-২০২৩ সাল পর্যন্ত ৪ লাখ নতুন ইমিগ্রান্ট নেওয়ার ঘোষণা দিয়েছে। এ ইমিগ্রেশনে আবেদন করার জন্য আপনার ইসিএ দরকার। এটি ইমিগ্রেশন ভিসায় আবেদন করার অন্যতম প্রথম রিকোয়ারমেন্ট।
ইসিএ একটি শব্দসংক্ষেপ। এর পূর্ণরূপ হলো- এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। অর্থাৎ আপনার শিক্ষাগত প্রমাণপত্রাদির পরিমাপ। আরও সহজভাবে বলতে গেলে আপনার (বাংলাদেশের) এডুকেশন ক্রেডিট, কানাডার এডুকেশনের কতটুকু তা নির্ণয় করাকে ইসিএ বলা হয়। এটি যে শুধু কানাডার ক্ষেত্রেই প্রযোজ্য, তা নয়। বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন- আমেরিকা, অস্ট্রেলিয়া প্রভৃতি।