দেশে কোভিড সংক্রমণ উদ্বেগজনক ভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সওয়া লাখ পেরিয়ে গিয়েছে। এই অবস্থায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই বৈঠকে থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচার থাকায় তিনি থাকতে পারবেন না বলেই নবান্ন সূত্রে খবর। তাঁর জায়গায় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় থাকবেন এই বৈঠকে।
নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে সব রাজ্যে নির্বাচন চলছে, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বৈঠক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে তাঁরা বৈঠকে থাকতে চাইলে থাকতে পারেন। তবে মুখ্যমন্ত্রী না থাকলে তাঁর প্রতিনিধি হিসেবে মুখ্যসচিবকে থাকতেই হবে বৈঠকে।