বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লন্ডনে আয়োজিত কয়েকটি কর্মসূচির কৃতিত্ব নিজেদের বলে দাবি করে সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন।
গত ২৬ ও ২৯ মার্চ পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং বিবিপিআই১০০ নামের আরেকটি সংগঠনের আলাদা উদ্যোগে লন্ডনের কয়েকটি ভবনে লাল-সবুজ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা।
এসব কর্মসূচিতে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কিন্তু হাইকমিশন পরে বিজ্ঞপ্তিতে এসব আয়োজনের অন্তত দুটিকে সরাসরি নিজেদের কর্মসূচি বলে দাবি করে। বিজ্ঞপ্তিতে বাকি আয়োজনগুলো সম্পর্কে এমনভাবে লেখা হয়, যেন মনে হয় সেগুলো হাইকমিশনেরই কর্মসূচি। প্রকৃত আয়োজকদের নামই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।