আগামী শনিবার চতুর্থ দফার ভোটগ্রহণ হবে কলকাতার একটি অংশে। সেই ভোট-পর্ব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য বাহিনীকে নির্দেশ দিল লালবাজার। লালবাজার সূত্রের খবর, ভোটে গোলমালের আশঙ্কা রয়েছে এমন জায়গায় আজ, বৃহস্পতিবার থেকেই পুলিশি নজরদারি বাড়ানো হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় নজরদারি চালাতে ডিভিশনের ডিসি ছাড়াও অন্য ডিসিদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ভোটের দু’দিন আগে থেকেই পুলিশ পিকেট বসানো হচ্ছে।
জেলা পুলিশ লাগোয়া এলাকায় ওই দিন ভোট বলে সন্দেহজনক গাড়ি দেখলেই তল্লাশি চালানো হচ্ছে। শহরের ৪০টি জায়গায় কড়া ভাবে নাকা-তল্লাশি চালাতে বাহিনীর কর্তাদের নির্দেশ দিয়েছে লালবাজার।