শীতলক্ষ্যায় লঞ্চডুবি, একজনের লাশ উদ্ধার

প্রথম আলো প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২১, ২১:৩২

নারায়ণগঞ্জের মদনগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে।


লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া হাসপাতাল) আছে বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, প্রচণ্ড বাতাস ও ঝড়ের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ডুবে যাওয়া লঞ্চটির খোঁজে তিনজন ডুবুরিকে নামানো হয়েছে।


শীতলক্ষ্যায় যাত্রী নিয়ে ডুবেছে লঞ্চ


নারায়ণগঞ্জ শহরের মদনগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে।


রোববার সন্ধ্যা ৬টার দিকে ‘সাবিত আল আসাদ’ নামের এই লঞ্চ ডুবে যায় বলে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অফিসের উপ-পরিচালক মোবারক হোসেন জানান।


উদ্ধার হওয়া কয়েকজন যাত্রীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে বলে মুক্তারপুর নৌ স্টেশনের ইনচার্য কবির হোসেন জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us