খ্রিস্টের গৌরবময় পুনরুত্থানের দিন ইস্টার

কালের কণ্ঠ রেভারেন্ড মার্টিন অধিকারী প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২১, ১৭:২৪

আজ রবিবার, ইস্টার সানডে। মৃত্যু থেকে যিশুখ্রিস্টের পুনরুত্থানের স্মরণোৎসবের দিন। খ্রিস্টের পুনরুত্থানের ওপর খ্রিস্টীয় ধর্মবিশ্বাস দাঁড়িয়ে আছে। খ্রিস্টান সম্প্রদায় আজ নানা আয়োজনের মধ্য দিয়ে তাদের ধ্যান, প্রার্থনা ও উপাসনায় দিনটি উদযাপন করছে। খ্রিস্টের পুনরুত্থান স্বর্গীয় গৌরবে গৌরবান্বিত হলেও আমরা ইহজাগতিক বাস্তবতার মধ্যেই তার অর্থ ও আনন্দ উপলব্ধি করার আহ্বান আমাদের জন্য আছে। বাইবেলে সাধু যোহন রচিত সুসমাচারে বলা আছে—যিশু পুনরুত্থানের পর তাঁর শিষ্যদের বললেন, ‘তোমাদের শান্তি হোক!’ মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হলো শান্তি ও নিরাপত্তা। বাইবেলে যিশুর অনেক উপাধির বিশেষ একটি হলো ‘শান্তি রাজ’ (যিশাইয় ৯:৬)। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us