সকলের উন্নয়ন ও আস্থা অর্জন তাঁর মন্ত্র, অসম বিধানসভা নির্বাচনের শেষ জনসভায় মনে করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাক্সার তামুলপুরের সভায় আজ পাল্টা অভিযোগ আনলেন, “যারা শুধু একটি সম্প্রদায়কে কিছু উন্নয়ন ছুড়ে দেয়, দুর্ভাগ্যবশত তারাই নাকি ধর্মনিরপেক্ষ, আর আমরা সব সম্প্রদায়ের জন্য সমান ভাবে সরকারি সুবিধা প্রদান করেও সাম্প্রদায়িক! ধর্মনিরপেক্ষতা আর সাম্প্রদায়িকতার এই খেলা এত বছর ধরে দেশের সর্বনাশ করছে।” মোদীর দাবি, “আমাদের আদর্শই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আমরা কোনও সম্প্রদায়ের মধ্যে বিভাজনে বিশ্বাসী নই।”
মোদী বলেন, “এ বারের ভোট আগামী ২৫ বছরের শান্তি-সম্প্রীতি-উন্নয়নের ভিত গড়বে। জনতার প্রেমের ভাষা, আশীর্বাদের শক্তি আমি চিনি। তাই রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, অসমে ফের এনডিএ সরকার আসা নিশ্চিত। অসমের পরিচয়কে বারবার অপমান করা, কয়েক দশক ধরে হিংসা ও অস্থিরতা বজায় রাখা দলকে অসমবাসী আর সহ্য করবেন না। কংগ্রেসের নেতৃত্বাধীন ‘মহাঝুট’ ভূপতিত হবে।” চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি বাড়াতে না পারায় কংগ্রেস বিজেপির সমালোচনা করছে। জবাবে মোদী বলেন, “বাগান শ্রমিকদের এত বছর ধরে সমস্যায় জর্জরিত করে রেখেছিল কংগ্রেস। এনডিএ সরকার তাদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে। মজুরিও বাড়ানো হবে।”