একুশের নির্বাচনের আবহে আবারও দেবশ্রী রায়কে ঘিরে চর্চা রাজ্য রাজনীতিতে। রায়দিঘির দু'বারের তৃণমূল বিধায়ক ছিলেন দেবশ্রী। কিন্তু, এবার আর রায়দিঘি থেকে প্রার্থী হননি বাংলা সিনেমার একদা পয়লা নম্বর নায়িকা। ভোটের মুখে তৃণমূল থেকেও ইস্তফা দেন দেবশ্রী। রায়দিঘিতে দেবশ্রীকে টিকিট না দেওয়া প্রসঙ্গে শনিবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন রায়দিঘির সভায় দেবশ্রীকে প্রার্থী না করা প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, 'দেবশ্রী রায়কে নিয়ে মানুষের ক্ষোভ ছিল, তাই ওকে প্রার্থী করা হয়নি।' উল্লেখ্য, নির্বাচনের মুখে এই সময় ডিজিটালকে দেবশ্রী নিজেই জানিয়েছিলেন যে, তিনি রায়দিঘি থেকে প্রার্থী হতে চান না। তৃণমূল থেকেও ইস্তফা দেন তিনি। প্রসঙ্গত, টোটো কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল দেবশ্রী।