রাজধানীর একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সংলগ্ন ছোট্ট বারান্দার ফ্লোরে মাদুরের ওপর বেঘোরে পড়ে ঘুমাচ্ছেন দুই তরুণ। তাদের একজনের পরনে লুঙ্গি ও হাফ হাতা টিশার্ট, মুখে মাস্ক, আরেকজনের পরনে জিন্স ও হাফ হাতা টিশার্ট। আশেপাশে কয়েক জোড়া জুতা, বেঞ্চের উপর মেলে দেয়া গামছা, পানির বোতল, একাধিক সেট পিপিই, প্লাস্টিকের বল ও কাপড়ের পোটলা।
হঠাৎ একজন নিরাপত্তারক্ষী উচ্চস্বরে আইসিইউ বেডের রোগী আছেন, বলতেই দুই যুবকের একজনকে লাফিয়ে উঠে কয়েক সেকেন্ডে লুঙ্গি খুলে প্যান্ট পরে আইসিইউ-এর দরজার সামনে দৌড়ে যেতে দেখা যায়।