কখনও ক্যাচ ফসকানো, কখনও স্টাম্পিং বা রান আউটের সুযোগ হাতছাড়া। উইকেটের পেছনে মুশফিকুর রহিমের এসব ভুলের দৃশ্য খুব নিয়মিত। তবে তার ওপরই আস্থা রাখছেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের মতে, কিপিং ছাড়া বা না ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার মুশফিকের আছে।
মুশফিকের কিপিং নিয়ে প্রশ্ন অনেক পুরনো। অনেক দিন ধরে আলোচনার পর এখন তিনি টেস্টে কিপিং করছেন না। তবে সীমিত ওভারেও তার কিপিং নিয়ে সমালোচনা হয়ে আসছে প্রচুর।